

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০১৮ সালের নির্বাচনে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলামকে বয়কটের ডাক দিয়েছেন একই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত তিন জন প্রার্থী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নাচোল রেলস্টেশনে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে এই বয়কটের ডাক দেন।
এসময় দলের মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। সভায় উপস্থিত ছিলেন, দলীয় মনোনয়ন ঘোষনার আগে তারেক সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থাকা ৪ জন বিএনপি নেতাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় ২০১৮ সালের বির্তকিত নির্বাচনকে বৈধতা দিয়ে দলের সীধান্ত অমান্য করে সংসদে যাওয়ার অভিযোগ তুলে সাবেক এমপি আমিনুল ইসলামকে বয়কটের ডাক দেন তিন মনোনয়ন বঞ্চিত প্রার্থী। তারা হলেন, জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ।
বঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেন, আ.লীগের সাথে আতাত করে সংসদে গিয়েও এলাকার কোন উন্নয়ন করেননি। এমনকি তৃণমূল নেতাকর্মীরাও তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভুল বুঝিয়ে দলের প্রাথমিক মনোনয়ন নেয়া হয়েছে। এসময় পুনরায় যাচাই-বাছাই করে দলের সীধান্তকে পুনঃবিবেচনার অনুরোধ জানান বিএনপির নেতারা।
বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, চাঁপাইনবাবগঞ্জ-০২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে দলীয় সীধান্ত অমান্য করে ও আ.লীগের সাথে আতাতের মাধ্যমে আমিনুল ইসলাম এমপি হিসেবে সংসদে গিয়ে তৎকালীন হাসিনা সরকারকে বৈধতা দেয়। যদিও তিনি নির্ধারিত ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার বছরখানেক আগেই দলীয় সীধান্তে এমপি পদ থেকে পদত্যাগ করেন। তবুও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন দেয়া হয়েছে সাবেক এমপি আমিনুল ইসলামকে। গত সোমবার (০৩ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে ২০১৮ সালে সংসদে যাওয়া হারুনুর রশীদকেও পুনরায় দলীয় মনোনয়ন ঘোষণা করেন।
মন্তব্য করুন