শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেষকৃত্য শেষে বাড়ি ফিরে দেখেন উঠোনে বসে হাসছে ‘মৃত’ যুবক!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
expand
শেষকৃত্য শেষে বাড়ি ফিরে দেখেন উঠোনে বসে হাসছে ‘মৃত’ যুবক!

অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হল ভারতের ছত্তিশগড়ের সুরজপুর জেলার মানপুর এলাকা। দুই দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ, আর সেই দেহ শনাক্ত করে পরিবার শেষকৃত্যও সম্পন্ন করে। কিন্তু শেষকৃত্য শেষে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন— উঠোনে বসে খাচ্ছেন আর হাসছেন সেই যুবকই!

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার মানপুরের একটি কুয়ো থেকে এক অজ্ঞাত পরিচয় পুরুষের দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, দুই দিন ধরে নিখোঁজ ছিলেন পুরুষোত্তম নামের এক যুবক। পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করে দাবি করেন, সেটি পুরুষোত্তমেরই। এরপর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে দাহক্রিয়া সম্পন্ন হয়।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটল অদ্ভুত ঘটনা। বাড়ি ফিরেই পরিবারের লোকজন দেখেন, কিছুক্ষণ আগে যার শেষকৃত্য হলো সেই পুরুষোত্তম উঠোনে বসে হাসিমুখে কথা বলছেন। জীবিত অবস্থায় তাঁকে দেখে পরিবারের সদস্যরা একদিকে হতবাক, অন্যদিকে আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

এদিকে, ঘটনাটি ঘিরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় প্রশাসন শুরু করেছে তদন্ত।

সুরজপুরের পুলিশ সুপার সন্তোষ মাহাতো বলেন, যে দেহটি পুরুষোত্তম ভেবে দাহ করা হয়েছে, তার প্রকৃত পরিচয় জানার জন্য দেহ পরীক্ষা করা হবে। মৃতদেহের পোশাক ও ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষিত রয়েছে।

পুলিশের ধারণা, ভুলবশত অন্য কারও দেহকে পুরুষোত্তমের দেহ বলে শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষ হলে আসল সত্য প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন