শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় অস্ত্রসহ গ্রেফতার ৩১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
আওয়ামী লীগের লোগো
expand
আওয়ামী লীগের লোগো

আসন্ন ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দলের ৩১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, দক্ষিণ কেরাণীগঞ্জের উত্তর পানগাও এলাকার দোকানবাড়ি মোড় থেকে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহসম্পাদক মো. রাব্বী সরদারকে (২৫) একটি রিভলভারসহ গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, রাব্বী সরদার গত কয়েক মাস ধরে রাজধানী ও আশপাশের বিভিন্ন স্থানে দলের পক্ষে প্রচার ও মিছিলের অগ্রভাগে ছিলেন। পাশাপাশি তার মোবাইল ফোন বিশ্লেষণে বিদেশে অবস্থানরত কয়েকজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তি বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছিলেন। বর্তমানে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা জেলার সাতটি থানায় একযোগে চালানো এ অভিযানে সাভার থেকে ৪ জন, আশুলিয়া থেকে ৩ জন, ধামরাই থেকে ১ জন, কেরাণীগঞ্জ মডেল থেকে ৬ জন, দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ৮ জন, নবাবগঞ্জ থেকে ৭ জন এবং দোহার থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন—সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তানজিরুল রহমান, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের তথ্য সম্পাদক ওবায়দুল ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপসম্পাদক পারভেজ কবীর শাকিব, কেরাণীগঞ্জ শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের মন্টু, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাম, রুহিতপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালমান, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, নবাবগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন শিপু, কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আছিফ চাকলাদার, ঢাকা জেলা তাতী লীগের সভাপতি রমজান আলী ও দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদ হোসেন খান।

এসপি আনিসুজ্জামান বলেন, “আটক সবাই সক্রিয় রাজনৈতিক কর্মী। তারা মিছিল বা বিক্ষোভের প্রস্তুতির সময় গ্রেপ্তার হয়েছেন। কেউ আইনবিরোধী কার্যকলাপে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে পৃথক অভিযানে সাভার ও আশুলিয়া থেকে আরও তিনজন আওয়ামী লীগ কর্মী—সিদ্দিকুর রহমান, আমজাদ পলান ও জসিম মিয়াকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন