মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে আবুল কালাম আজাদ সিদ্দিকী মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
আবুল কালাম আজাদ সিদ্দিকী
expand
আবুল কালাম আজাদ সিদ্দিকী

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও দুই বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী মনোনয়ন পাওয়ায় মির্জাপুরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের জোয়ার বইছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ উদ্‌যাপন করতে দেখা গেছে তাদের।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নাম ঘোষণা করেন।

ঘোষণার পর মুহূর্তেই মির্জাপুরের সর্বত্র ছড়িয়ে পড়ে এই খবর। বিএনপির আঞ্চলিক অফিসগুলোতে দলীয় নেতা কর্মীদের জড়ো হতে দেখা গেছে। মোবাইল ফোনে একে অপরকে বার্তা পাঠিয়ে আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা। এসময় অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক কিছুটা ধীরগতি হয় বলেও জানা গেছে।

ভাওড়া ইউনিয়নের এক বিএনপি কর্মী আনন্দ প্রকাশ করে বলেন, আমি জীবনে এত খুশি হইনি। কালাম ভাই নমিনেশন পাওয়াতে যতোটা খুশি হইছি, ততটা আর কোনো দিন হইনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ফেসবুকজুড়ে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা পোস্টে ভরে গেছে স্থানীয় পেজ ও গ্রুপগুলো।

এর আগে মির্জাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্তত ছয়জন জনপ্রিয় নেতা। গত এক মাস ধরে একেক সময়ে একেকজনের নাম মনোনয়নের তালিকায় শোনা যাচ্ছিল, যা নিয়ে দলের ভেতরে তৈরি হয়েছিল জল্পনা-কল্পনা। তবে আবুল কালাম আজাদ সিদ্দিকীর নাম ঘোষণা হওয়ার মধ্য দিয়ে সব গুজব ও অনিশ্চয়তার অবসান ঘটেছে।

মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫০৫ জন, নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। মোট ১২৭টি স্থায়ী ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন