শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে শাহিন চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) আহ্বায়ক ও পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ এনে তাঁর গ্রেপ্তার দাবি করেছেন পশ্চিম বালিপাড়া গ্রামের মো. জাকারিয়া হোসেন মুন্সী। এ দাবিতে তিনি শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে জাকারিয়া হোসেন অভিযোগ করে বলেন, গত বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার বড় পোল এলাকায় তিনি শাহিন হাওলাদারকে অজ্ঞাত ব্যক্তিদের হামলা থেকে রক্ষা করার চেষ্টা করেন। ওই সময় একটি কালো রঙের নোয়া মাইক্রোবাস থেকে কয়েকজন ব্যক্তি শাহিন চেয়ারম্যানকে জোরপূর্বক নামানোর চেষ্টা করছিলেন।

জাকারিয়ার দাবি, তিনি পরিস্থিতি দেখে শাহিনকে রক্ষা করার উদ্যোগ নেন এবং এক পথচারীকে পুলিশে খবর দিতে বলেন। কিছুক্ষণ পর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিন হাওলাদারকে থানায় নিয়ে যায়। পরে তিনি পুলিশের গাড়ির পেছনে থানায় গেলে সেখানে শাহিন উল্টো তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, জাকারিয়া তাঁর গতিপথ রোধ করেছেন।

তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনাটি মীমাংসা হয় এবং শাহিন চেয়ারম্যান লিখিতভাবে জানান যে, জাকারিয়ার বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। কিন্তু পরে শাহিন মিডিয়ায় দাবি করেন, জাকারিয়া তাঁকে মারধর করে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন।

জাকারিয়া সংবাদ সম্মেলনে এ অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করে বলেন, “আমার সামাজিক সুনাম নষ্ট করার জন্য রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, শাহিন হাওলাদারের বিরুদ্ধে মুজিববর্ষের ঘর প্রকল্পে অর্থ আত্মসাৎ, ভিজিডি চাল চুরি, দফাদার ও চৌকিদার নিয়োগে ঘুষ গ্রহণ, সরকারি গাছ বিক্রি ও ভাতার কার্ডে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন, যা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হলেও দীর্ঘদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় পার্টি (মঞ্জু)–এর রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা শাহিন হাওলাদার সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের দলে যোগ দিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। বরং জাকারিয়া ও তাঁর সহযোগীরাই আমার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আমাকে হেনস্থা করে।”

সংবাদ সম্মেলনে পত্তাশী ইউনিয়নের স্থানীয় একাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন