

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কোনাবাড়ী বিসিকের এক নম্বর গেটে আয়োজিত এই আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম রবি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোনাবাড়ী মেট্রোথানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রোথানার সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল। তার বক্তব্যে তিনি সরকারের একক রাজনৈতিক প্রচেষ্টা এবং প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, একটি দল আগামী নির্বাচন সফল না হওয়ার পেছনে কাজ করছে। তারা জানেন না, তারা যদি একক রাজনৈতিক চর্চা করেন, তবে একটি আসনও পাবে না।
তিনি প্রশাসনের কিছু কর্মকর্তার আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগ তুলে হুশিয়ারি দেন, "প্রশাসনের কিছু লোক এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তাই তাদের বলবো, এখনো সময় আছে, ভালো হয়ে যান।তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যই আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং তারা আগামী দিনেও তার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন।
গাজীপুর-১ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রসঙ্গে কাজী ছাইয়েদুল আলম বাবুল আশাবাদ ব্যক্ত করে বলেন,গাজীপুর-১ আসনের মনোনয়ন এখনো ঘোষণা হয়নি। আমি আশাবাদী, আমার কৃতকর্মের জন্য দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে এবং মনোনয়ন দেবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি কাজী ছাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে কোনাবাড়ী বিসিকের এক নম্বর গেট থেকে একটি বৃহৎ র্যালী বের হয়। র্যালীটি কোনাবাড়ী কাঁচাবাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিসিকের এক নম্বর গেটে এসে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
মন্তব্য করুন