শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল শিবচর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
জনতার স্লোগানে, শ্লোগানে মুখরিত পুরো হাতির মাঠ
expand
জনতার স্লোগানে, শ্লোগানে মুখরিত পুরো হাতির মাঠ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে রাত ৭টা পর্যন্ত শিবচরের ঐতিহাসিক হাতির মাঠে অনুষ্ঠিত হয় বিশাল জনসমাবেশ। ১৮টি ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ সমবেত হয়ে দাবী জানান “বিএনপির নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লার স্থগিত মনোনয়ন আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

জনতার স্লোগানে, শ্লোগানে মুখরিত পুরো হাতির মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে ছিল ধানের শীষের ব্যানার, পোস্টার ও স্লোগান “ধানের শীষ চাই, কামাল ভাই ফেরত চাই”। জনতার উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক স্থানটি, যা শিবচরে দীর্ঘদিন পর সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ হিসেবে দেখা যায়।

বক্তারা অভিযোগ করেন, কামাল জামান নুর উদ্দিন মোল্লা ,গত ১৭ বছর ধরে বিএনপির রাজনীতিতে নির্যাতন, মামলা, হামলার শিকার হয়ে রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অথচ যিনি( সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী) আওয়ামী লীগের ছায়ায় থেকে কখনো একটি মামলার মুখোমুখি হননি, সেই এখন দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রভাব বিস্তার করছেন। বক্তারা প্রশ্ন তোলেন “যে নেতা ১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পান সেই নেতা আওয়ামী লীগের এমপি লিটন চৌধুরীর সাথে প্রথমেই মোবাইলে শুভেচ্ছা জানান কি করে?, মামলা ছাড়াই রাজনীতি করেন, তিনি কীভাবে বিএনপির প্রকৃত প্রতিনিধি হতে পারেন?”

তারা বলেন, “শিবচরের মানুষ কখনোই কামাল জামান নুর উদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত মেনে নেবে না।” বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন ,স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে, শান্তিপূর্ণ এই আন্দোলন রূপ নিতে পারে বৃহত্তর গণআন্দোলনে।

সমাবেশের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, সদস্য মাহবুবুর রহমান মাদবর ও শহিদুল ইসলাম শহিদ চেয়ারম্যান, অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজমল হোসেন খান সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ ১৮টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, কামাল জামান নুর উদ্দিন মোল্লা শুধু একজন নেতা নন, তিনি শিবচরের মানুষের হৃদয়ের প্রতিনিধি।

তিনি জেল-হাজত, নির্যাতন, হামলা-মামলার মধ্য দিয়েও দলের পতাকা হাতে রেখেছেন, নেতাকর্মীদের পাশে থেকেছেন।

তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের চিফ হুইপ লিটন চৌধুরীর রাজনৈতিক প্রতিহিংসায় বহুবার মামলার শিকার হন কামাল মোল্লা, অথচ তার মনোনয়ন স্থগিত করে দলের ভেতরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, “আজকের এই বিশাল জনসমুদ্রই প্রমাণ করে , শিবচরে বিএনপির একমাত্র জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হলেন কামাল জামান নুর উদ্দিন মোল্লা।”

সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানানো হয়, “অবিলম্বে কামাল জামান নুর উদ্দিন মোল্লার স্থগিত মনোনয়ন প্রত্যাহার করে তাকে পুনরায় ধানের শীষ প্রতীক প্রদান করা হোক।”

এসময় প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের উপস্থিতিতে শিবচরের হাতির মাঠ পরিণত হয় জনসমুদ্রে রুপান্তরে দৃষ্টি হয়।

সন্ধ্যা নামলেও মাঠ ছাড়েননি নেতাকর্মীরা, রাত ৭টা পর্যন্ত চলতে থাকে বক্তৃতা, স্লোগান ও মনোনয়ন প্রত্যাহারের দাবি।

বক্তাদের ভাষায়, “আজকের সমাবেশ থেকেই শুরু হলো শিবচরের নতুন জাগরণ এই জনতা প্রমাণ করেছে, কামাল জামান নুর উদ্দিন মোল্লাই জনগণের এমপি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন