

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার আমতলী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের করাইবুনিয়া গ্রামে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে এক গাড়িচালকের দোতলা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে (আজ) শুক্রবার দুপুর ১টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. দেলোয়ার হাওলাদারের ছেলে মাসুম হাওলাদারের দোতলা টিনের ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং সব আসবাবপত্র, জামাকাপড় ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে ঘর মালিক মাসুম হাওলাদার বলেন, আমি একজন গাড়িচালক। অনেক কষ্ট করে তিন বছর আগে এই ঘর তুলেছিলাম। এক মুহূর্তেই আমার সব শেষ হয়ে গেল। প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তবে তার আগেই ঘরটি সম্পূর্ণ ছাই হয়ে যায়।
আমতলী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ততক্ষণে ঘর পুড়ে শেষ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম আলম বলেন, ঘরের কিছুই অবশিষ্ট নেই। যা ছিল সব পুড়ে কয়লা হয়ে গেছে। প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আমতলী নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান বলেন, আগুন লাগার ঘটনা শুনেছি, যদি আবেদন করে উপজেলা পক্ষ থেকে তাকে সাহায্য সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন