

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ২টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
জানা গেছে, আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক ২ বারের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়কের দায়িত্বে রয়েছেন।
তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপির পক্ষ থেকে এই দুটি আসনে পরে প্রার্থী ঘোষণা করবে বলে জানানো হয়েছে। দলের স্থানীয় নেতৃত্ব ও কেন্দ্রীয় কমিটির পর্যালোচনা শেষে এই দুই আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসনে বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-আহবায়ক হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলীও বিএনপির মনোনয়ন চাচ্ছেন। এছাড়া লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক দুই বারের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান দলীয় মনোনয়ন পেতে ভোটারদের ধারে ধারে ঘুরছেন।
উঠান বৈঠকসহ তৃণমূল পর্যায়ে বিভিন্ন সভায় জনগণের কাছে তুলে ধরছেন তারেক রহমানের ৩১ দফা। তবে জোটগতভাবে এই আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব মনোনয়ন চাচ্ছেন।
মন্তব্য করুন