

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাউল শিল্পী আবুল সরকারকে বিচারের আওতায় না এনে মুক্তি দেওয়া হলে অবস্থান কর্মসূচির কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী (শিশু বক্তা)।
তিনি বলেন, ফরহাদ মজহার, এনসিপি, জুনায়েদ সাকি এবং মেঘমল্লার বাসুদেবের দাবি মেনে এমন ব্যবস্থা নিলে তিনি মাঠে নামবেন।
মাদানী তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, “আমি একজন সাধারণ মানুষ, আমার কোনো রাজনৈতিক দল নেই। আল্লাহর মর্যাদা রক্ষার জন্য লড়াই করতে চাই, কিন্তু আপনার সহযোগিতা ছাড়া একা এটি সম্ভব নয়।
আপনাদের সক্রিয় অংশগ্রহণে আমরা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে মহান রবের সম্মানে অবস্থান নিতে পারব।”
উল্লেখ্য, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় ‘খালা পাগলির মেলার’ একটি পালাগান অনুষ্ঠানে আবুল সরকারকে ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে সমালোচনা করা হয়।
ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তীব্র বিতর্কের সৃষ্টি করে।
এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি অনুষ্ঠান থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরদিন মামলার ভিত্তিতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার পর আবুল সরকারের ভক্ত ও অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটে, যার নিন্দা জানিয়েছে এনসিপি।
এছাড়া, বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ২৫৮ জন নাগরিকও সমর্থন প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
