শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নবজাতকের পাশে মায়ের চিঠি ভাইরাল, কি আছে লিখা?

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
উদ্ধার করা চিঠি
expand
উদ্ধার করা চিঠি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় শিশু ওয়ার্ডের একটি বেডে এক নবজাতক কন্যাসন্তান রেখে গেছেন স্বজনেরা। নবজাতকের পাশে একটি বাজারের ব্যাগে চিরকুটও পাওয়া গেছে। এই ঘটনা গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে। শুক্রবার দুপুরে বিষয়টি প্রকাশ্যে আসার পর শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে অনেকের আগমন দেখা গেছে।

শিশুটি বর্তমানে হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, নবজাতক শারীরিকভাবে সুস্থ।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। ভর্তি রেজিস্ট্রারে ঠিকানা হিসেবে লেখা হয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী। চিরকুটে নবজাতকের মা লিখেছেন, “আমি মুসলিম। আমি একজন হতোভাগি। পরিস্থিতির কারণে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্মতারিখ ৪ নভেম্বর ২০২৫। এগুলো সব বাচ্চার ওষুধ।”

আজ বিকেলে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান, পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে আসে। তারা নিজেদের পরিচয় দেন শিশুটির নানা-নানী হিসেবে। শিশুটির মা কোথায় আছে জানতে চাইলে তারা জানান, মা নিচে রয়েছেন। কিন্তু মা নিয়ে আসার অনুরোধ করার পরও দম্পতি বেরিয়ে যান। কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের বাইরে বেডে শিশুটি একা থাকতে দেখে অন্যরা বিষয়টি হাসপাতালে জানান। পরে শিশুর মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানায় একটি বাজারের ব্যাগে ওষুধ, ডায়াপার ও জামাকাপড়ও পাওয়া গেছে।

গোলাম আহাদ আরও জানান, শিশুটি স্বাভাবিক গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই জন্ম নিয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে, ফটোথেরাপি ওয়ার্মারে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে একটি ব্যাগে ভরে হাসপাতালে আনা হয়েছিল। ইতিমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ শিগগিরই শিশুটির ভবিষ্যত সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন