

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসির রায়কে আল্লাহর পক্ষ থেকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করে শুকরিয়া জ্ঞাপন করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) রাতে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাবাড়ি এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ শুকরিয়া আদায় করেন।
পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বক্তৃতাকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, বিনা অপরাধে ফ্যাসিস্ট খুনি হাসিনা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল। অথচ আজ তারই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি।
তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায় ও নীতির পক্ষে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের অগ্রযাত্রা থামাতে পারে না। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির মূল শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত আগের চেয়ে আরও দৃঢ় ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন