শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে বিএনপির দুই কর্মী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
ওমর ফারুক ও ফরিদুল ইসলাম-ফাইল ছবি
expand
ওমর ফারুক ও ফরিদুল ইসলাম-ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুইজন মোটরসাইকেলে করে ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।

নিহতরা হলেন—মো. ওমর ফারুক (৩৮), চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে এবং ফরিদুল ইসলাম, ডুমরাই মধ্যপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তাঁরা দুজনই বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির দায়িত্বশীল নেতা ছিলেন। ওমর ফারুক দপ্তর সম্পাদক এবং ফরিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। ঘাতক যানটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।”

এদিকে, বিএনপির দুই কর্মীর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন