

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় আইনজীবীর বিরুদ্ধে সাংবাদিককে কাজে বাধা দেয়ার অভিযোগ ওঠেছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে দায়িত্ব পালনের সময় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী মাইটিভির রির্পোটার আজিজুল হাকিমকে কাজে বাধা দেন এবং তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় ঢাকাপোস্ট ডটকমের রির্পোটার সোহেল হোসাইন ও মোহনা টিভির সাধন সূত্রধরসহ কয়েকজন আইনজীবী এগিয়ে গিয়ে ওই আইনজীবীকে শান্ত করার চেষ্টা করেন।
মাইটিভির সাংবাদিক আজিজুল হাকিম জানান,একটি রিপোর্টের জন্য কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য আনতে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ আইনজীবী ১ নম্বর ভবনের সামনে যান। এরপর আইনজীবী সমিটির ১ নম্বর ভবনের ভিতর থেকে একজন নারী কান্না করতে করতে বের হয় এবং ওই নারীর সাথে বেশ কয়েজন পুরুষও ছিল। এরপর আইনজীবী সমিটির ১ নম্বর ভবনের সামনে গিয়ে আইনজীবী মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকীর কাছে জানতে চাইলে আইনজীবী মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী ক্ষিপ্ত হয়ে আদালত চত্বর থেকে চলে যেতে বলেন। একই সাথে ওই নারী ও পুরুষদের ভিডিও করায় ক্যামেরা ছিনিয়ে নিতে চেষ্টা করেন। তখন তাকে বাঁধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিককের সাথে ধস্তাধস্তি করেন এবং আইনজীবী সমিতির ভবনের ভিতরে নিয়ে যেতে চান।
এসময় আদালত চত্বরে থাকা অপর দুই সাংবাদিক ঢাকাপোস্ট ডটকমের রির্পোটার সোহেল হোসাইন ও মোহনা টিভির সাধন সূত্রধরসহ কয়েকজন আইনজীবী এগিয়ে আসলে আইনজীবী জাহাঙ্গীর আলম সিদ্দিকী আরো ক্ষিপ্ত হয়ে যান। তখন সকলের উপস্থিতিতে আবার মাইটিভির সাংবাদিকের উপর চড়াও হয় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তার সাথে থাকা অন্য আইনজীবীরা তাকে সেখান থেকে চলে যেতে বলেন এবং আইনজীবী জাহাঙ্গীর আলম সিদ্দিকীর এক সহকর্মী তাকে আদালত চত্বর থেকে নিয়ে যান।
সাংবাদিক আজিজুল হাকিম আরো জানান, আইনজীবী মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকীকে প্রথমেই সাংবাদিক পরিচয় দেওয়া হয়। পরিচয় দেওয়ার সময় আমার হাতে মাইটিভির মাইক্রোফোন ও স্ট্যান্ডসহ ক্যামেরা ছিলো। তারপরও আইনজীবী মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী পেশাগত কাজে বাঁধা দেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা ধাক্কা দেয়।
এবিষয়ে আইনজীবী মোঃ জাহাঙ্গীর আলম সিদ্দিকী জানান,শুক্রবার দুপুরে আমার চেম্বার (আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের ১০১ নম্বর কক্ষ) একটা যৌতুক মামলার সালিশ শেষে বের হয়ে আসার সময় আইনজীবী সমিতি ১ নম্বর ভবনের গেটে আসলে বিষয়টি জানতে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেন। অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করতে থাকেন। এ নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের সাথে কথা কাটাকাটি হয়। কিন্তু অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, সাংবাদিকের পেশাগত দায়িত্বের কাজে বাঁধা প্রদান করা অন্যায়। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মন্তব্য করুন