শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে
expand
বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনে দীর্ঘদিন ধরে দুই মনোনয়নপ্রার্থী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।

শুক্রবার বিকেলে উভয় পক্ষই বোয়ালমারী বাজারে পৃথকভাবে ৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে। বিকেল সাড়ে চারটার দিকে উভয় পক্ষের শত শত কর্মী সমর্থক বাজার এলাকায় জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, পরে তা রূপ নেয় সংঘর্ষে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বাধীন গ্রুপের কর্মীরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিত দলের স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় আশপাশের অন্তত ৮ থেকে ১০টি দোকানেও হামলা চালানো হয় এবং ৮-১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ধ্বংসযজ্ঞ প্রায় এক ঘণ্টা ধরে চলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধদের বাধায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফিরে যান। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন