

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া ৪৭ জাহাজের আন্তর্জাতিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছালে ইসরায়েলের নৌবাহিনী বাধা সৃষ্টি করে।
আয়োজকরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর দুটি যুদ্ধজাহাজ বহরের আলমা ও সিরিয়াস নামের দুটি জাহাজকে ঘিরে ধরে। এ সময় হঠাৎ নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। আয়োজক থিয়াগো আভিলা বিষয়টিকে ইসরায়েলের ‘সাইবার হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।
এর আগে বুধবার, গাজা থেকে প্রায় ১১৮ মাইল দূরে অবস্থান করার সময় ইসরায়েল নৌবহরটিকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল বলে আয়োজকরা দাবি করেন।
নৌবহরে রয়েছে বিভিন্ন দেশের প্রায় ৫০০ বেসামরিক নাগরিক। এর মধ্যে সংসদ সদস্য, মানবাধিকারকর্মী, আইনজীবীসহ সুপরিচিত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। আয়োজকরা বলছেন, ইসরায়েলের আগ্রাসী আচরণ বহরে থাকা নিরস্ত্র যাত্রীদের গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে।
রয়টার্স জানিয়েছে, বহরের কিছু যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সুমুদ ফ্লোটিলা মূলত খাদ্য ও ওষুধ সরবরাহের উদ্দেশ্যে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজায় পৌঁছাতে চায়। বহরের পরিকল্পনা অনুযায়ী, এটি বৃহস্পতিবার সকালে গাজা উপকূলে পৌঁছাবে। তবে ইসরায়েল ঘোষণা করেছে, বহরটি ঠেকাতে তারা সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত এবং তাদের মতে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলায় গাজায় নৌ অবরোধ বৈধ।
ফ্লোটিলার ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সশস্ত্র একটি সামরিক জাহাজ বেসামরিক নৌকাগুলোর কাছে অবস্থান করছে। ভিডিওটি সিরিয়াস জাহাজ থেকেই ধারণ করা হয়েছে বলে জানায় রয়টার্স, যদিও এর সময় বা অন্য জাহাজটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বহরটি একাধিকবার ড্রোন হামলার শিকার হয়। হামলায় জাহাজে স্টান গ্রেনেড ও চুলকানি সৃষ্টিকারী গুঁড়া নিক্ষেপ করা হয়। এতে ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
নৌবহরের প্রতি ইসরায়েলের নৌযান মোতায়েনের বিষয়টি এখনও নিশ্চিত করা না হলেও, ইসরায়েল পূর্বেই স্পষ্ট করেছে—গাজার উদ্দেশ্যে যাত্রা ঠেকাতে তারা কোনও পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    