শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্বাচন প্রহসনের বিরুদ্ধে জাকের পার্টির সতর্কবার্তা’

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পিএম
জাকের পার্টি
expand
জাকের পার্টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করা ও দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ফরিদপুরের নগরকান্দায় জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে নগরকান্দা উপজেলার তালমার মোড়ে আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা ও র‌্যালির আয়োজন করে স্থানীয় জাকের পার্টি।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সাংগঠনিক বিভাগ-২ এর সভাপতি ডা. মো. ফজলুল হক। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফিরোজ মোল্লা, রবিন ইসলাম ও শওকত আলী।

ভার্চুয়াল মাধ্যমে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান ডা. সায়েম আমীর ফয়সল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ফারাহ্ আমীর ফয়সল এবং সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চুসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও দাওয়াতি অতিথিরা।

ভার্চুয়াল ভাষণে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থে সোনার বাংলায় রূপান্তর করতে হলে আগে মানুষকে সোনার মানুষে পরিণত করতে হবে। সৎ ও জ্ঞানী মানুষ ছাড়া দেশের মঙ্গল সম্ভব নয়। জাকের পার্টি বিগত ৩৬ বছর ধরে বিশ্বওলি আদর্শে আদর্শিত হয়ে সোনার মানুষ গড়ার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষমতা নয়, দেশ আমাদের কাছে বড়। এজন্য কোনো ষড়যন্ত্র বা অপসংস্কৃতির পথে জাকের পার্টি যায় না। জাকের পার্টি একটি আদর্শের নাম, ঐক্যের নাম, সংগ্রামের নাম।

পার্টির ভাইস চেয়ারম্যান ডা. সায়েম আমীর ফয়সল বলেন, দেশের মেহনতি, খেটে খাওয়া ও মজলুম মানুষের পাশে থেকে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। বর্তমান সময় তরুণ প্রজন্মের নৈতিক মেরুদণ্ডকে সুপরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা চলছে, এই ধ্বংসযজ্ঞ থেকে তরুণদের রক্ষা করতে হবে জাকের পার্টির মাধ্যমে।

তিনি আরও বলেন, যদি নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি, কেন্দ্র দখল ও ক্ষমতার অপব্যবহার অব্যাহত থাকে, তবে জাকের পার্টি ৩০০ আসন থেকে এককভাবে নির্বাচন প্রত্যাহার করবে। আমরা চাই উৎসবমুখর, ভয়ভীতিমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন।

সভা শেষে জাকের পার্টির মূল দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি শান্তিপূর্ণ র‌্যালি বের করেন। র‌্যালিটি তালমার মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন