শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ নেতৃত্ব প্রয়োজন: মাওলানা রফিকুল ইসলাম খাঁন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম
মাওলানা রফিকুল ইসলাম খাঁন
expand
মাওলানা রফিকুল ইসলাম খাঁন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে নেতৃত্বে এমন মানুষ দরকার, যারা বালু খাওয়া, পাথর খাওয়া বা দুর্নীতিতে জড়াবে না, বরং জনগণের কল্যাণে কাজ করবে এবং সৎভাবে দেশ গঠনে সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় কয়রা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দুলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ আব্দুল বারী, উল্লাপাড়া পৌর জামায়াতের আমির জনাব আব্দুল করিম, কয়রা ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম আকন্দ, সেক্রেটারি মোঃ সমীর উদ্দীন, বাইতুলমাল সম্পাদক মাওলানা আবু বক্কার সিদ্দিক এবং অফিস সম্পাদক জনাব মোঃ সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সমাজে ন্যায়-নৈতিকতা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত পরিবেশ গঠনে প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা রাখতে হবে। সৎ মানুষদের নেতৃত্বে আসতে হবে, তাহলেই গড়ে উঠবে সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন