

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ১২০০ কেজি নকল জিংক সালফেট সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে জনসম্মুখে এসব নকল সার ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ দবিরউদ্দিন। অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী নকল সার বহনকারী নসিমন চালককে অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জনস্বার্থে পুরাপাড়া বাজারের বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
নগরকান্দা ইউএনও মোঃ দবিরউদ্দিন বলেন, “একটি অসাধু চক্র কৃষকদের প্রলোভন দেখিয়ে নকল ও ভেজাল সার সরবরাহ করছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং ভেজাল পণ্য নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, “ভেজাল সার কৃষকের জমি ও ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। কৃষকদের সুরক্ষায় আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি।”
অভিযানের ফলে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। কৃষকরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মন্তব্য করুন