শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোটেলে বিল না দিয়ে পালানোর চেষ্টা, অতঃপর...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম
হোটেলে বিল না দিয়ে পালানোর চেষ্টা
expand
হোটেলে বিল না দিয়ে পালানোর চেষ্টা

ছুটির সময় রাজস্থানের মাউন্ট আবুর কাছে হ্যাপি ডে হোটেলে ভোজনের পরে খাবারের বিল না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন পাঁচ পর্যটক। তবে কপাল খারাপ, রাস্তার তীব্র যানজট তাদের পলায়ন ব্যর্থ করে দেয় এবং শেষ পর্যন্ত পুলিশ তাদের আটক করে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

হোটেলে তারা নানা ধরনের খাবার অর্ডার করেছিলেন এবং খাবার শেষ করার পর বিল পৌঁছালে দেখা যায় মোট বিল প্রায় ১০,৯০০ রুপি। পর্যটকেরা বিল পরিশোধ না করে ‘ওয়াশরুমে যাচ্ছি’ বলে একে একে হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন।

তবে হোটেলের মালিক ও একজন ওয়েটার দ্রুত বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি রাজস্থান-গুজরাট সীমান্তের দিকে দ্রুত রওনা হয়। হোটেল মালিক সঙ্গে সঙ্গে একটি গাড়ি নিয়ে ধাওয়া শুরু করেন এবং পুলিশকে জানানো হয়।

মাউন্ট আবু থেকে অম্বাজির দিকে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে যায় তাদের গাড়ি। হোটেল মালিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি সনাক্ত করে এবং পর্যটকদের আটক করে।

পরে স্থানীয় গণমাধ্যম জানায়, আটক হওয়ার পর পর্যটকরা দ্রুত অনলাইনে বিলের পুরো টাকা হোটেলে পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত বিষয়টি মিটমাট হয়। বিল পরিশোধ না করার চেষ্টা করতে গিয়ে এই পর্যটকদের পড়তে হলো অপ্রীতিকর পরিস্থিতির মুখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন