বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাক্তারি পরীক্ষায় পাস করেছে ছেলে, ‘আইটেম ডান্সের’ আয়োজন বাবার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
‘আইটেম ডান্স’
expand
‘আইটেম ডান্স’

ডাক্তারি ভর্তির পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) উত্তীর্ণ হওয়ায় ছেলের সাফল্যকে স্মরণীয় করে রাখলেন এক বাবা। আনন্দ উদযাপনের অংশ হিসেবে তিনি নিজ গ্রামের মানুষের জন্য আয়োজন করেন ব্যতিক্রমী এক নাচের অনুষ্ঠান, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রামের একটি খোলা জায়গায় অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে এক নারী নৃত্যশিল্পী নাচ পরিবেশন করছেন। মঞ্চের সামনে ভিড় করে দাঁড়িয়ে গ্রামবাসীরা সেই নাচ উপভোগ করছেন, কেউ কেউ আবার মোবাইলে ভিডিও ধারণ করছেন।

ভিডিওটির সঙ্গে যুক্ত ক্যাপশনে বলা হয়েছে, ছেলের নিট পরীক্ষায় সাফল্য অর্জনের আনন্দেই এই আয়োজন করা হয়েছে। ক্লিপটি ইনস্টাগ্রামে ‘কমেডিকালচার.ইন’ নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়, যা অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক দর্শকের নজর কাড়ে।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও নানা রকম। কেউ বলছেন, সন্তানের সাফল্যে আনন্দ করা স্বাভাবিক, তবে উদযাপনের ধরন ভিন্ন হতে পারত। আবার অনেকে রসিকতা করে মন্তব্য করেছেন, এমন বাবা পেলে মন্দ হতো না। কেউ কেউ তো এই বাবাকে মজা করে ‘শতাব্দীর সেরা বাবা’ বলেও আখ্যা দিয়েছেন।

যদিও ভিডিওটি ঠিক কোথাকার এবং ঘটনাটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X