বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ডাকসু জিএস ফরহাদের বাগদান, জানা গেল পাত্রীর পরিচয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ এএম আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
ফরহাদ ও পাত্রী চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা
expand
ফরহাদ ও পাত্রী চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদের বাগদান আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। তার বাগদানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে আজই। পাত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা।

এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়েই ফরহাদ ও ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বাগদান সম্পন্ন করার পরিকল্পনা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুর কারণে সে সময় অনুষ্ঠান স্থগিত করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী আজ (২৪ ডিসেম্বর) ফরহাদ ও মহিউদ্দীন আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। গতকাল ২৩ ডিসেম্বর রাতে ডাকসুর সদস্য রায়হান উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ফরহাদের পরিবারের একজন সদস্য জানিয়েছেন, এসএম ফরহাদের সঙ্গে জান্নাতুল ফেরদৌস সানজিদার বাগদান আজই সম্পন্ন হচ্ছে। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ফরহাদ সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X