বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন কেনার আগেই দল থেকে পদত্যাগ করব: রুমিন ফারহানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
রুমিন ফারহানা
expand
রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে রাজনৈতিক আলোচনা নতুন মোড় নিয়েছে।

এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনার আগেই দল থেকে সম্মানজনকভাবে পদত্যাগ করবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় জোটগত সমঝোতার কারণে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট থাকায় দল ওই আসনটি ছেড়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সম্ভাব্য সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দল কী পদক্ষেপ নেবে তা তাদের নিজস্ব এখতিয়ার। তবে তিনি স্পষ্ট করেন, দলীয় মনোনয়নপত্র কেনার আগেই তিনি বিএনপি থেকে সরে দাঁড়াবেন।

রুমিন ফারহানা আরও জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। প্রতীক নির্বাচন পরবর্তী সময়ে চূড়ান্ত হবে বলে তিনি জানান। স্থানীয় ভোটারদের সমর্থন ও ভালোবাসার ওপর তিনি আস্থা রাখেন বলেও উল্লেখ করেন।

এর আগে একই দিন গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি তিনি দলের সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির দীর্ঘদিনের প্রভাবশালী এলাকা হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X