বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর হেলমেটে নেট ব্যবহার করে যে কারণে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
সেনাবাহিনীর হেলমেট
expand
সেনাবাহিনীর হেলমেট

সেনাবাহিনীর সদস্যদের হেলমেটের ওপর অনেক সময় জালের মতো একটি নেট বা রশি লাগানো দেখা যায়। এটি কেবল সাজসজ্জার অংশ নয়, বরং যুদ্ধ ও নিরাপত্তার দিক থেকে এর রয়েছে গুরুত্বপূর্ণ ব্যবহার।

পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার কৌশল

জঙ্গল, পাহাড় বা উন্মুক্ত এলাকায় হেলমেট সাধারণত চকচকে বা একরঙা হয়ে থাকে, যা সহজেই চোখে পড়ে। হেলমেটে নেট লাগানোর ফলে এর ফাঁকে ঘাস, পাতা বা ছোট ডাল ঢুকিয়ে দেওয়া যায়। এতে হেলমেট আশপাশের পরিবেশের সঙ্গে একাকার হয়ে যায় এবং সৈনিকের অবস্থান শনাক্ত করা কঠিন হয়।

আলো প্রতিফলন কমাতে সহায়ক

হেলমেট ধাতু বা শক্ত প্লাস্টিকের হওয়ায় সূর্যের আলো পড়লে তা প্রতিফলিত হতে পারে। এই আলো দূর থেকে শত্রুর নজরে পড়ার ঝুঁকি বাড়ায়। নেট হেলমেটের ওপর ছায়ার মতো কাজ করে, ফলে আলো প্রতিফলনের মাত্রা কমে যায়।

গোপনীয়তা ও নিরাপত্তা বাড়ায়

আধুনিক যুদ্ধে শত্রুপক্ষ ড্রোন, দূরবীন কিংবা নজরদারি সরঞ্জাম ব্যবহার করে অবস্থান শনাক্ত করে। এমন পরিস্থিতিতে হেলমেটের নেট সৈনিককে পরিবেশের সঙ্গে মিশিয়ে রাখতে সহায়তা করে এবং এটি এক ধরনের নীরব সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে।

সার্বিকভাবে বলা যায়, সেনাবাহিনীর হেলমেটে থাকা নেট ছোট একটি উপকরণ হলেও এর কৌশলগত গুরুত্ব অনেক। এটি সৈনিকদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সম্ভাবনাও বাড়িয়ে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X