বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খান, কান ধরে বিএনপি কর্মীর পদত্যাগ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ এএম আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ এএম
বিএনপির কর্মী ফরহাদ
expand
বিএনপির কর্মী ফরহাদ

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঘোষণা করা হয়েছে। গেল রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে রাশেদ খানকে প্রার্থী ঘোষণার খবরে স্থানীয় রাজনীতিতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে ফরহাদ নামের এক বিএনপি কর্মী প্রকাশ্যে দল ত্যাগ করেছেন।

স্থানীয়দের উপস্থিতিতে তিনি ‘কান ধরে’ বিএনপি ছাড়ার ঘোষণা দেন, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

তিনি বলেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খান বিএনপি জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।

স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই ঘোষণার ফলে ঝিনাইদহ-৪ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X