

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন বাস্তব কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। নির্বাচনের প্রাক্কালে বর্তমান অবস্থান থেকে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম।
ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে সড়ক ও মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রধান বলেন, এ ধরনের অস্থিতিশীল আচরণ বন্ধ করা জরুরি। সর্বত্র শৃঙ্খলা নিশ্চিত করা না গেলে নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা দেওয়া কঠিন হয়ে যাবে।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা করে আইজিপি জানান, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া একটি সময়োপযোগী সিদ্ধান্ত। পাশাপাশি প্রয়োজনে ম্যাজিস্ট্রেটদের যেকোনো আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার বিধান রাখায় কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনের বদলি সংক্রান্ত বিষয়ে কমিশনের কাছে স্পষ্ট নির্দেশনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, এসপি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে নির্দেশনা থাকলেও কনস্টেবল বা সাব-ইন্সপেক্টরের মতো নিম্নপদে রদবদলের জন্য কমিশনের পূর্বানুমতি প্রয়োজন কি না এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দরকার।
সভায় আইজিপি বাহারুল আলম আশ্বস্ত করে বলেন, পুলিশের সর্বোচ্চ সক্ষমতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করা হবে। দেশবাসী ও নির্বাচন কমিশন নিশ্চিন্ত থাকতে পারেন।
মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

