

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে এক শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, ছাত্রদল সমর্থিত একটি প্যানেলকে ভোট দেওয়ার বিনিময়ে পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিকের দিকে।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ২০২০–২১ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালে পরীক্ষাকক্ষেই এই ঘটনার সূত্রপাত হয়। অভিযোগে বলা হয়, ওই শিক্ষক পরীক্ষার হলে উপস্থিত শিক্ষার্থীদের কাছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পক্ষে ভোট চান।
একাধিক শিক্ষার্থী জানান, ভোট দিলে পরীক্ষার খাতায় ১০ নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়। পরিচয় প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, এটি প্রথমবার নয়; আগেও বিভিন্ন সময় ওই শিক্ষক একই প্যানেলের পক্ষে ভোট চেয়েছেন।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক ড. তারেক বিন আতিক। তার দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন এবং এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।
এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বলেন, কেউ যদি সত্যিই এমন আচরণ করে থাকে, তাহলে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন

