

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর বীর শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ‘বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা’র আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এসময় দর্শকদের মাঝে মুড়ি- বাতাসা বিতরণ করতে দেখা যায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
আয়োজনে ব্যাতিক্রম পরিচালক ওয়ায়েস কুরুনীর নেতৃত্বে ব্যতিক্রমের শিল্পীরা হামদ, নাত, দেশাত্মবোধক ও বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করেন। সাংস্কৃতিক উপস্থাপনা শেষে বাঙালি মুসলমানের অংশ হিসেবে মিলাদ পড়ানো হয় এবং শিক্ষার্থীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।
পরিচালক ওয়ায়েস কুরুনী বলেন, ”ব্যতিক্রমের আজকের আয়োজনটি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের একটি অংশ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদি ভাই আধিপত্যবাদ এবং পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে লড়াকু বীর ছিলেন। তিনি সাহস করে শাহবাগে দাঁড়িয়ে ভিনদেশী সংস্কৃতির বিরুদ্ধে একাই লড়ে গেছেন। তার দেখানো সংস্কৃতিকে ধারণ করে আমাদের এই আয়োজন।
তিনি আরও বলেন, বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা মুলত আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী গান এবং বাঙালী মুসলমানের সংস্কৃতির অংশ হিসেবে মিলাদ। আজকের মুল আকর্ষণ ছিলো মুড়ি এবং বাতাসা। এটাও আমাদের বাঙালী সংস্কৃতির অন্যতম একটি অংশ। শহীদ শরিফ ওসমান হাদি ভাই বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি যুগ যুগ ধরে তার দেখানো ইনসাফের আন্দোলন এবং সংস্কৃতিতে বেচে থাকবেন ইনশাআল্লাহ।
মন্তব্য করুন
