বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২২ ঘণ্টায় যত টাকা পেলেন তাসনিম জারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
ডা. তাসনিম জারা
expand
ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্থসংগ্রহ কার্যক্রমে উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। মাত্র ২২ ঘণ্টার মধ্যে তার তহবিলে ৩৭ লাখ টাকা জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তাসনিম জারা। তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছে গেছে তাদের ফান্ডরেইজিং কার্যক্রম।

তাসনিম জারা বলেন, তার নির্বাচনী তহবিলের মোট লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ আরও প্রায় ৯ লাখ টাকা সংগ্রহ হলে এই অর্থসংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করা হবে। তিনি এ জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহযোগিতাকে ভালোবাসা ও আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, বিকাশ অ্যাকাউন্টের সীমা শেষ হয়ে যাওয়ায় আপাতত অনুদান পাঠাতে আগ্রহীদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।

স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি

ফান্ড ব্যবস্থাপনার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তাসনিম জারা জানান, শুরু থেকেই তিনি অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। সে লক্ষ্যেই কয়েকটি নীতিমালা অনুসরণ করা হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না। সব অনুদান নির্দিষ্ট বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের আওতায় থাকায় ভবিষ্যতে যাচাই করা সম্ভব। কোন মাধ্যমে কত টাকা আসছে, সে তথ্য নিয়মিত প্রকাশ করা হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। একই সঙ্গে সংগৃহীত অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, তাও প্রকাশ্যে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

স্বচ্ছতা আরও বাড়াতে সমর্থকদের যেকোনো পরামর্শ স্বাগত জানানো হবে বলেও জানান এই প্রার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X