

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে -এমন মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মোদি সরকারের হাতে। কিন্তু বিষয়টি নিয়ে ভারত সরকার এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। তার প্রশ্ন, আগে মোদি সরকার বাংলাদেশ প্রসঙ্গে সরব থাকলেও বর্তমানে তারা নীরব কেন?
সেলিমের দাবি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা চাপের কারণেই ভারত সরকার এ বিষয়ে মুখ খুলছে না। তার মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না সে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
সিপিআইএম নেতার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন

