বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে নির্বাচনে জামায়াতপন্থীদের ভরাডুবি

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
expand
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭-এ সব পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপিপন্থী আনারুল-রিয়াজ-বিদ্যুৎ পরিষদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল্লাহ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম আনারুল।

সাধারণ সম্পাদক পদে ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রিয়াজ উদ্দিন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট এবং সাধারণ সম্পাদক প্রার্থী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন (৫১৬), কোষাধ্যক্ষ পদে মো. আল আমিন বিদ্যুৎ (৫০১), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন উৎপল (৫১৪), দপ্তর সম্পাদক পদে আ. হ. ম. রাকিবুল ইসলাম (৫৩৩), প্রচার সম্পাদক পদে মো. আব্দুল মানিক (৪৮৭), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলমগীর হোসেন শামীম (৪৭৩), সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান (৪৬৫) এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরমান আলী (৪৯৭)।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মোসা. রোকসানা বেগম টুকটুকি (৪৯২), মো. আব্দুল মতিন (৫১৪), মো. মাইনুল ইসলাম দুলাল (৪৮৪), মো. শহিদুল ইসলাম (৪৭৭), মো. আবু সাঈদ চৌধুরী (৪৬৮), মো. বোরহান উদ্দিন (৪৭৮), মো. আলী রেজা (৫১৭), মো. নাসির উদ্দীন (৪৭২) এবং ড. মোছা. হাবিবা হয়দার লিচু (৪৭৪)।

উল্লেখ্য, এবারের রাবি অফিসার সমিতির নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। পরাজিত প্যানেলটি ছিল মাসুদ-রবিউল-মামুন পরিষদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X