বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আহমেদ শরীফ নির্বাচনে লড়বেন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন অভিনেতা ও খল চরিত্রে জনপ্রিয় আহমেদ শরীফ। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আহমেদ শরীফ জানান, বর্তমানে কিছু কাজের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন এবং অল্প সময়ের মধ্যেই আবার সেখানে ফিরবেন। তবে নির্বাচনের আগে তিনি দেশে ফিরে এসে পুরো প্রক্রিয়ায় অংশ নেবেন।

তিনি বলেন, ‘যারা শিল্পী সমিতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের নিয়েই একটি শক্তিশালী প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এই অভিনেতা বলেন, সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তী সময়ে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X