রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাপমাত্রা ও কুয়াশা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
কুয়শায় লাইট জ্বালিয়ে ট্রাক চলাচল করছে।
expand
কুয়শায় লাইট জ্বালিয়ে ট্রাক চলাচল করছে।

দেশজুড়ে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে প্রকাশিত সর্বশেষ আবহাওয়া বার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টা (পাঁচ দিন) পর্যন্ত তাপমাত্রা ও আবহাওয়ার এই প্রবণতা বজায় থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

রোববার (৯ নভেম্বর) থেকে বুধবার (১২ নভেম্বর) পর্যন্ত প্রতিদিনের পূর্বাভাসে প্রায় একই চিত্র পাওয়া গেছে— ভোরের দিকে কুয়াশা পড়তে পারে, সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা সামান্য ওঠানামা করবে।

রোববার (৯ নভেম্বর): রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১০ নভেম্বর): একই প্রবণতা বজায় থাকবে; ভোরে কিছু এলাকায় কুয়াশা পড়বে।

মঙ্গলবার (১১ নভেম্বর): দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার (১২ নভেম্বর): রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন