

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এতদিন প্রশ্ন তুলিনি। ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) ছাত্রদলের আয়োজনে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ কখনোই প্রকৃতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী ছিল না। তারা শুরু থেকেই গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে কাজ করে না।” তিনি আরও বলেন, এই ৭ নভেম্বরই ছিল সেই মুহূর্ত যে সময়ে দেশে পুরনো গণতান্ত্রিক ও সূচিত পরিবেশ ফেরানোর প্রচেষ্টা শুরু হয়েছিল।
বিএনপির এই নেতা বলেন, গণভোটের মধ্যদিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না। তবে মানুষের চাওয়া রক্ষায় সায় দিয়েছে বিএনপি। ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য সমীচীন নয় রাজনৈতিক দলের নেতাদের।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আপনারা খেতে না পারলে, বারা ভাতে ছাই দিবেন তা মেনে নেবে না জনগণ। জামায়াতের আনুকূল্যে রায় দিয়েছে কমিশন, অথচ রেফারি হয়ে হাতে গোল দেওয়ার চেষ্টা করছে তারা।
শেষে তিনি বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচন করা পর্যন্ত বর্তমান সীমা টেনে কথা বলবে—প্রয়োজনে আলোচনায় বসবে, কিন্তু কোনো এক পক্ষকে মধ্যস্থতাকারীর দায়িত্ব দেয়ার প্রশ্নই ওঠে না।
মন্তব্য করুন
