রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘হার্বাল’ ক্রিম ব্যবহারে ত্বকে সাপের মতো আঁশ! 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া পণ্য ব্যবহার করার বিপদ কতটা ভয়াবহ হতে পারে, তার এক অবিশ্বাস্য নজির মিলেছে চীনে। বছরের পর বছর ধরে একটি তথাকথিত 'খাঁটি হার্বাল' ক্রিম ব্যবহারের ফলে এক ৪০ বছর বয়সী নারীর শরীরে সাপের চামড়ার মতো আঁশযুক্ত ত্বক গজিয়েছে।

চীনের হুবেই প্রদেশের ওই নারী প্রায় এক দশক ধরে ত্বকের চুলকানি ও ফুসকুড়ির সমস্যায় ভুগছিলেন। দ্রুত আরামের আশায় তিনি অনলাইনে প্রচারিত একটি ক্রিম ব্যবহার শুরু করেন, যা ‘খাঁটি প্রাচীন চীনা ভেষজ চিকিৎসার’ অংশ বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

প্রথমদিকে সামান্য আরাম পাওয়ায় ওই নারী ক্রিমটির ওপর নির্ভরশীল হয়ে পড়েন। প্রায় ১০ বছরের ব্যবধানে তিনি এই তথাকথিত 'প্রাকৃতিক' চিকিৎসার পেছনে ১ লক্ষ ইউয়ান (প্রায় ১৬ লক্ষ টাকা)-এর বেশি খরচ করেছেন।

সময়ের সঙ্গে সঙ্গে তার ত্বকে ভয়াবহ পরিবর্তন আসতে শুরু করে। তার পায়ে বেগুনি ও লাল রেখা ফুলে ওঠে, ত্বক শক্ত হয়ে যায় এবং পুরো শরীরে সাপের চামড়ার মতো নকশা দেখা দেয়।

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, দীর্ঘদিন ধরে স্টেরয়েডসমৃদ্ধ ক্রিম ব্যবহারের ফলে ওই নারীর দেহে কর্টিসল নামক হরমোনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে। চিকিৎসকরা বলছেন, এটি শক্তিশালী স্টেরয়েডযুক্ত ক্রিম দীর্ঘকাল ব্যবহারের একটি সাধারণ ও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া।

স্থানীয় এক ত্বক বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, বর্তমানে অনলাইনে অনেক তথাকথিত ‘স্টেরয়েড-মুক্ত’ বা ‘খাঁটি ভেষজ’ নামে বিক্রি হওয়া ক্রিমের মধ্যে আসলে লুকিয়ে থাকে শক্তিশালী স্টেরয়েড উপাদান। এগুলি প্রথমদিকে দ্রুত আরাম দিলেও, দীর্ঘকাল ব্যবহারে শরীরের স্বাভাবিক হরমোন ভারসাম্য নষ্ট হয় এবং ত্বক তার সুরক্ষা ক্ষমতা হারায়, যার ফলস্বরূপ এমন ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।"

এই নজিরবিহীন ঘটনার পর বিশেষজ্ঞরা আবারও জনগণকে সতর্ক করেছেন। তাদের মতে, ত্বকের যত্নে, চিকিৎসক স্বীকৃত পণ্য: যাচাই-বাছাই করা চিকিৎসা স্বীকৃত পণ্যই ব্যবহার করা উচিত। কোনো অজানা বা অনলাইনে প্রচারিত হার্বাল ক্রিম ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। শুধুমাত্র ‘প্রাকৃতিক’, ‘হের্বাল’ বা ‘স্টেরয়েড-মুক্ত’ লেখা মানেই নিরাপদ নয়; এমন বিভ্রান্তিকর লেবেল অনেক সময় মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।

ভুল চিকিৎসা বা অজানা উপাদানের ক্রিম কেবল ত্বক নয়, পুরো শরীরের হরমোন ব্যবস্থাকেই স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে বলে চিকিৎসকরা মত দিয়েছেন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন