রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০৯ এএম আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২২ এএম
আহত রবিউল ইসলাম
expand
আহত রবিউল ইসলাম

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি রবিউল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে এক কর্মসূচি চলাকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সোহেল ও রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে রবিউল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ পৌর শাখার উদ্যোগে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যদি ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হয়, তবে মেলান্দহ বাজারে কঠোর অবরোধ কর্মসূচি পালন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন