রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ স্বামী, দরজা আটকে দিলেন স্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম
expand
প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ স্বামী, দরজা আটকে দিলেন স্ত্রী

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এক সরকারি কর্মকর্তার প্রেমের সম্পর্ককে ঘিরে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন ওই কর্মকর্তা। কিন্তু হঠাৎ বাড়িতে ফিরে এসে তাদের হাতেনাতে ধরে ফেলেন তার স্ত্রী এবং বাইরে থেকে দরজা আটকে দেন।

স্বামী অনেক চিৎকার-চেঁচামেচি করলেও তিনি দরজা খোলেননি। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার মাঝিয়াওয়ানে।

জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার নাম প্রমোদ কুমার, তিনি সার্কেল অফিসার হিসেবে দায়িত্বে আছেন। স্ত্রীর অনুপস্থিতিতে তিনি তার প্রেমিকাকে সরকারি কোয়ার্টারে নিয়ে আসেন। কিছুক্ষণ পরই স্ত্রী শ্যামা রানি হঠাৎ বাসায় চলে আসেন। ঘরে ঢুকতেই তিনি পুরো ঘটনাটি দেখে ফেলেন এবং রাগের মাথায় ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।

প্রমোদ তখন দরজা খুলে দেওয়ার জন্য বারবার অনুরোধ করলেও স্ত্রী কোনো সাড়া দেননি। চিৎকার-চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ জড়ো হয়ে যায় এবং মুহূর্তেই এলাকায় ব্যাপক হৈচৈ শুরু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ উপস্থিত হওয়ার পর পালানোর চেষ্টায় ছাদ থেকে লাফ দেন প্রমোদ কুমার, এতে তিনি আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, পুলিশ কর্মকর্তার বাসা থেকে তার প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কর্মকর্তার আচরণকে নিন্দা জানিয়েছেন, আবার কেউ স্ত্রীকে সাহসী নারী হিসেবে প্রশংসা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন