বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১০ জনের দল নিয়েও বেনজেমার জয়ে বিদায় রোনালদোর আল নাসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম
expand
১০ জনের দল নিয়েও বেনজেমার জয়ে বিদায় রোনালদোর আল নাসের

সৌদি কিংস কাপের ম্যাচে দুই তারকা ফুটবলার—কারিম বেনজেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদো—মুখোমুখি হয়ে লড়েছেন, আর শেষ হাসি দেখা দিয়েছে ফরাসি স্ট্রাইকার বেনজেমার। কোচ সার্জিও কনসেইসাওয়ের নেতৃত্বে খেলা আল ইত্তিহাদ ১০ জনের দল হলেও ২–১ ব্যবধানে জয়লাভ করেছে আল নাসরের বিপক্ষে, ফলে রোনালদোর দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

মৌসুমের শুরুটা বেনজেমার জন্য সহজ ছিল না, তবে সময়মতো গোল করে দলকে আত্মবিশ্বাস দিয়েছে তিনি। ম্যাচের প্রথম গোলটি বেনজেমার করেই আল ইত্তিহাদ খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে।

প্রায় আধঘণ্টা পর আল নাসর সমতায় ফেরে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো বক্সের ভেতর থেকে রিবাউন্ডে গোল করে সমতা আনে। তবে পরে আলজেরিয়ান মিডফিল্ডার হুসেম আওয়ার ঠাণ্ডা মাথায় গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচকে পরাস্ত করে আল ইত্তিহাদকে আবারও এগিয়ে দেন, যা দেখে আল নাসরের সমর্থকরা স্তব্ধ হয়ে যান।

রোনালদোর দল মোট ২২টি শট নিয়েও গোল করতে পারেনি। এর মধ্যে মাত্র পাঁচটি শট ছিল লক্ষ্যভেদে, কিন্তু আল ইত্তিহাদের ডিফেন্স অটল ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে আল জুলায়দান লাল কার্ড দেখায় এবং আল ইত্তিহাদ ১০ জনে নামলেও গোল হজম করতে হয়নি।

ম্যাচের শেষ দিকে হতাশা প্রকাশ করেছিলেন রোনালদো, ফলে সৌদি আরবে আরেকটি শিরোপার সুযোগ হারালেন তিনি। তবে আল নাসর এখনো সৌদি প্রো লিগের শীর্ষে আছে এবং ছয় ম্যাচে জয়ের ধারায় রয়েছে।

অন্যদিকে, আল ইত্তিহাদ এই জয়ে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। বর্তমানে লিগে সপ্তম স্থানে থাকা দলটি এই জয়কে কাজে লাগিয়ে আগের ধারাবাহিকতা ফিরে পেতে পারে, যা তাদের গতবারের চ্যাম্পিয়ন হওয়ার পথ সুগম করেছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন