

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বের অন্যতম মহারণ ‘এল ক্লাসিকো’ আবারও দেখল নাটকীয়তার পরিপূর্ণ রূপ। বদ্ধ ছাদ, গোল-উল্লাস, পেনাল্টি মিস, রেফারির সিদ্ধান্ত বদল, লাল কার্ড আর মাঠের গরম আবহ সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত লা লিগার এ ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোলে উজ্জ্বল ছিলেন ইংলিশ তরুণ তারকা জুড বেলিংহ্যাম।
অন্যদিকে, কাতালান ক্লাব বার্সেলোনার একমাত্র গোলটি করেন ফেরমিন লোপেজ।
গত মৌসুমে টানা চার ক্লাসিকোতে হারের পর এবার জয়ের আনন্দে ভাসলো ‘লস ব্লাঙ্কোস’রা। নতুন কোচ জাভি আলোনসোর অধীনে এই মৌসুমে রিয়ালের এটি প্রথম ক্লাসিকো জয়। ১০ ম্যাচ শেষে ৯ জয় নিয়ে রিয়ালের পয়েন্ট এখন ২৭, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২ অর্থাৎ ব্যবধান দাঁড়িয়েছে পাঁচে।
ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয় রিয়ালের। এরপর ১৩ মিনিটে কিলিয়ান এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডে থেমে যায় উল্লাস। তবে ২২ মিনিটে অবশেষে গোল পেয়ে যান ফরাসি এই তারকা।
পিছিয়ে থেকেও হাল ছাড়েনি বার্সেলোনা। বল দখলে ও পাস বিনিময়ে দাপট দেখিয়ে ৩৮ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের অ্যাসিস্ট থেকে সমতায় ফেরেন লোপেজ। কিন্তু বিরতির ঠিক আগ মুহূর্তে এডার মিলিতাওয়ের পাস থেকে গোল করে আবারও দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেলেও এমবাপ্পের পেনাল্টি রুখে দেন বার্সা গোলরক্ষক সেজনি। বিপরীতে লোপেজও এক দুর্দান্ত সুযোগ হাতছাড়া করেন।
শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে-যোগ করা সময়ের দশম মিনিটে পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, টাচলাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। হলুদ কার্ড দেখেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রে লুনিন।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবের বিস্ফোরণ ঘটে বার্নাব্যুতে-জয়ের আনন্দে মেতে ওঠে রিয়াল মাদ্রিদ সমর্থকরা।
মন্তব্য করুন
