বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
expand
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

বিএনপি ও জামায়াতে ইসলামকে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত “বর্তমান রাজনীতি ও ভবিষ্যতের পথরেখা” শীর্ষক আলোচনায় তিনি এ বক্তব্য দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “অস্পষ্টতার মধ্যে থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়। গণভোট হবে কি না—এ নিয়ে বিএনপি ও জামায়াতের যুক্তিতর্ক অর্থহীন। তাদের উচিত নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।”

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে। যদি তারা ‘না’ ভোটের পথে অটল থাকে, তাহলে নিজেদের অস্তিত্বকেই ‘না’ ভোটে মুছে ফেলবে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তাই তাদের আত্মবিধ্বংসী অবস্থান থেকে ফিরে আসা উচিত।”

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “আপার হাউজ ও লোয়ার হাউজ নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত জামায়াত ও বিএনপি একত্র হবে বলেই মনে হয়। তারা মিলে কেবল কুতর্ক ছড়াচ্ছে।”

সংস্কার কমিশনের প্রস্তাব প্রকাশের দাবি জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “ড. ইউনূসের কোর্টেই এখন বল। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব হলেও আমাদের দেশে রাজনীতির মাঠ অনেক পিছল। এই মাঠে আরও তেল ঢালছেন কিছু উপদেষ্টা। আমি বলবো, সংস্কার কমিশনের খসড়া প্রকাশ করুন, তখনই আমরা স্বাক্ষর করবো।”

ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, “দেশের পরিস্থিতি অনিশ্চিত। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না হলে বিশৃঙ্খলা বা সংঘাতের ঝুঁকি বাড়বে, আর তার দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টাকে।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে গ্রহণ করা হবে না। তাঁর ভাষায়, “আওয়ামী লীগের পাঁচ লাখ নেতাকর্মীর প্রাণ যাবে—এমন কথা বলা হয়েছিল, অথচ আমরা কাউকে আক্রমণ করিনি। কিন্তু তারা বাধা দিলে তা প্রতিহত করা হবে। বিএনপির প্রতি আহ্বান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আনবেন না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন