শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)জিসান আলী।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, তাড়াইল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া,উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্রতিনিধি, পল্লী বিদ্যুতের ডিজিএম এবং তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতি দমন,ফুটপাত দখলমুক্ত করা,যানজট নিরসন এবং ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেন।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জননিরাপত্তা জোরদার, সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন