

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজধানীর ২০টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন প্রাথমিকভাবে প্রায় চূড়ান্ত করেছে। বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই দল থেকে ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন।
রাজধানীর বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অর্ধশতাধিক। দীর্ঘদিন ধরে তারা সক্রিয়ভাবে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন।
কিছু ক্ষেত্রে একই পরিবারের একাধিক সদস্য একাধিক আসনে মনোনয়ন চেয়েছেন। তবে দল জনমত জরিপ ও জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাই করছে।
আসনভিত্তিক পরিস্থিতি
ঢাকা-১: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় গঠিত আসনে মনোনয়ন পাচ্ছেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। অন্য প্রার্থী ছিলেন প্রয়াত জেলা সভাপতি আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান।
ঢাকা-২: কামরাঙ্গীরচর, হাজারীবাগ, সাভারের কিছু ইউনিয়ন এবং কেরানীগঞ্জের কয়েকটি এলাকা নিয়ে গঠিত আসনে মনোনয়ন পাচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসু সাবেক ভিপি আমানউল্লাহ আমান।
ঢাকা-৩: কেরানীগঞ্জের পাঁচটি ইউনিয়নের আসনে দলীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনোনয়ন পেয়েছেন।
ঢাকা-৪: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও শ্যামপুর থানার আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
ঢাকা-৫: ঢাকা দক্ষিণের ৪৮ থেকে ৭০ নম্বর ওয়ার্ড পর্যন্ত আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন নবী উল্লা নবী।
ঢাকা-৬: ঢাকা দক্ষিণের ৩৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ডের আসনে মনোনয়ন পাচ্ছেন ইশরাক হোসেন।
ঢাকা-৭: বংশাল, কোতোয়ালি, চকবাজার, লালবাগ, হাজারীবাগ ও ধানমন্ডি নিয়ে আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা হচ্ছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বা প্রয়াত এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা।
ঢাকা-৮: মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ঢাকা-৯: ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের আসনে মনোনয়ন পেয়েছেন হাবিব উন নবী খান সোহেল।
ঢাকা-১০: ঢাকা দক্ষিণের ১৪ থেকে ২২ নম্বর ওয়ার্ডের আসনে ধানের শীষ পাচ্ছেন রবিউল আলম রবি।
ঢাকা-১১: বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিলের একাংশ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কিছু ওয়ার্ড নিয়ে আসনে মনোনয়ন পেয়েছেন এম এ কাইয়ুম।
ঢাকা-১২: ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ডের আসনে মনোনয়ন পাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।
ঢাকা-১৩: ঢাকা উত্তর সিটির ২৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ডের আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে দল।
ঢাকা-১৪: সাভারের কাউন্দিয়া ইউনিয়ন ও ঢাকা উত্তর সিটির কিছু ওয়ার্ডের আসনে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুলি।
ঢাকা-১৫: ঢাকা উত্তর সিটি করপোরেশনের চার ওয়ার্ডের আসনে মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি; সম্ভাব্য প্রার্থী হচ্ছেন সফিকুল ইসলাম মিলটন বা মামুন হাসান।
ঢাকা-১৬: ঢাকা উত্তর সিটির ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আসনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমিনুল হক।
ঢাকা-১৭: ঢাকা উত্তর সিটির চার ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকায় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
ঢাকা-১৮: ঢাকা উত্তর সিটির বিভিন্ন ওয়ার্ডের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা হচ্ছে এসএম জাহাঙ্গীর হোসেন বা হাজী মোস্তফা জামান।
ঢাকা-১৯: সাভারের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত আসনে মনোনয়ন পেয়েছেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন।
ঢাকা-২০: ধামরাই উপজেলার আসনে মনোনয়ন পেয়েছেন তমিজ উদ্দিন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, “চূড়ান্ত ঘোষণা এখনো হয়নি। দল বিগত আন্দোলন ও সংগ্রামে যাদের অবদান বেশি এবং জনমত জরিপে যারা জনপ্রিয়, তাদেরকেই প্রাধান্য দেবে।”
মন্তব্য করুন
