শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পিএম আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ পিএম
expand
এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন কত?

নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের প্রক্রিয়ায় পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সভায় তারা এমপিওভুক্ত শিক্ষকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবসহ ১০ দফা সুপারিশ তুলে ধরেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করেন সংগঠনের প্রতিনিধিরা।

প্রস্তাবে বলা হয়, গ্রেড–১ এর কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা উচিত। অন্যান্য গ্রেড অনুযায়ী প্রস্তাবিত বেতন হলো—গ্রেড–২: ১ লাখ ৪০ হাজার, গ্রেড–৩: ১ লাখ ২৫ হাজার, গ্রেড–৪: ১ লাখ ১০ হাজার, গ্রেড–৫: ৯৫ হাজার, গ্রেড–৬: ৮০ হাজার, গ্রেড–৭: ৭০ হাজার, গ্রেড–৮: ৬২ হাজার, গ্রেড–৯: ৫৫ হাজার, গ্রেড–১০: ৫০ হাজার, গ্রেড–১১: ৪৫ হাজার, গ্রেড–১২: ৪০ হাজার, গ্রেড–১৩: ৩৫ হাজার, এবং গ্রেড–১৪: ৩০ হাজার টাকা।

এমপিওভুক্ত শিক্ষকদের ১০ দফা প্রস্তাবনা

১️ এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন নবম গ্রেডে নির্ধারণ করতে হবে। ২️ সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া মূল বেতনের ৪০–৭০ শতাংশ হারে দিতে হবে। ৩উৎসব ভাতা বা বোনাস দিতে হবে মূল বেতনের সমপরিমাণ। ৪️ বৈশাখী ভাতাও মূল বেতনের সমান হতে হবে। ৫️ বিএড বাধ্যতামূলক করার আইন বাতিল করতে হবে।

৬️ কমিটি পদ্ধতি বিলুপ্ত করতে হবে। ৭️ অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ অবসরের ছয় মাসের মধ্যে প্রদান করতে হবে। ৮️ শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধার আওতায় আনতে হবে। ৯️ শ্রান্তি ও বিনোদন ভাতা চালু করতে হবে। সর্বশেষ দাবি হিসেবে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করার আহ্বান জানানো হয়েছে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা—অধ্যক্ষ মাইন উদ্দিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ আলাউদ্দিন, মো. নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল ও মো. মাহবুব আলম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন