সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ম্যাচ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
আমিনুল ইসলাম বুলবুল
expand
আমিনুল ইসলাম বুলবুল

ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা দূরত্বে গিয়েছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর সেই দূরত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির পরিচালনা পর্ষদের ১৭ জন পরিচালক বৈঠকে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে বোর্ডের শীর্ষ এক পরিচালক নিশ্চিত করেন, ভারতের মাটিতে কোনো ম্যাচে অংশ নেবে না বাংলাদেশ দল।

আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ভারতে দল পাঠানো সম্ভব হচ্ছে না।

সে কারণে নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের আবেদনও জানানো হয়েছে। যদিও শুরুতে একাধিক বিষয়ে আপত্তি জানানো হবে বলে আলোচনা ছিল, শেষ পর্যন্ত একটিমাত্র দাবিতেই সীমাবদ্ধ থাকছে বিসিবির অবস্থান।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক বিরোধের কারণে পাকিস্তান দলের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। সেই নজির সামনে রেখেই বিসিবি ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষেও ম্যাচ নির্ধারিত ছিল। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল।

তবে বিসিবির নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন নিয়ে এখন আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X