

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইপিএলের মিনি নিলামে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের নজির গড়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কেকেআর।
তবে পরিবর্তিত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আইপিএলে আর খেলা হচ্ছে না টাইগার এই পেসারের।
সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার জেরে ভারতের একটি অংশ বাংলাদেশি ক্রিকেটারদের বয়কটের ডাক দেয়। একই সঙ্গে কেকেআরের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ পায়।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া কেকেআরকে নির্দেশ দেন মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য। পরে কেকেআর এক বিবৃতিতে জানায়, বোর্ডের সিদ্ধান্ত মেনেই তারা মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে।
এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
আইপিএল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। একই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকসংখ্যাও দ্রুত কমতে থাকে।
আইপিএল থেকে বাদ পড়ার পর নিজের প্রতিক্রিয়ায় মোস্তাফিজ সংক্ষিপ্তভাবে বলেন, “ছেড়ে দিলে আর কী করার।” ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে বেশ হতাশ হয়েছেন।
বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন মোস্তাফিজ। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি ছিলেন ধারাবাহিক। আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তাঁর বোলিং পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। এই ফর্ম নিয়েই আইপিএলে বড় প্রভাব রাখার সুযোগ ছিল তাঁর সামনে।
বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেটে মুস্তাফিজের কাটার ও ভ্যারিয়েশন কার্যকর ভূমিকা রাখতে পারত বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
সব মিলিয়ে, মাঠের বাইরে সৃষ্ট পরিস্থিতির কারণেই আইপিএলে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ হারালেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার।
মন্তব্য করুন

