রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিলামের আগে হঠাৎ ৯ ক্রিকেটার বাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামকে কেন্দ্র করে ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা।

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামের প্রাথমিক তালিকা ঘিরে হঠাৎ নাটকীয় পরিবর্তন এনেছে আয়োজকরা।

শুরুতে আইপিএল কর্তৃপক্ষ ৩৫০ জন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। পরবর্তীতে সেই তালিকায় আরও ৯ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়। তবে নিলামের ঠিক আগমুহূর্তে সেই ৯ জনকেই আবার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

আইপিএলের আয়োজক কমিটি শনিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করলেও, কেন প্রথমে তাদের যুক্ত করা হয়েছিল এবং পরে কী কারণে বাদ দেওয়া হলো—সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।

বাদ পড়া ৯ ক্রিকেটারের মধ্যে ছয়জন ভারতীয় এবং তিনজন বিদেশি খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার বীরান্দিপ সিং, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ১১০টি ম্যাচ। তার ভিত্তিমূল্য নির্ধারিত ছিল ৩০ লাখ রুপি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন—এই দুই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি করে।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তালিকা থেকে বাদ পড়েছেন মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং। এই সাতজনের প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

আইপিএলের প্রাথমিক তালিকা প্রকাশের পর এই ৯ জনকে যুক্ত করা হলেও, হঠাৎ করে তাদের বাদ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা না আসায় রহস্য থেকেই যাচ্ছে এই সিদ্ধান্তের পেছনের কারণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X