রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় সাড়ে ১২ ঘণ্টার ভ্রমণ শেষে ভারতীয় শহর কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে তাকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়।

হোটেলে প্রবেশের মুহূর্তেই ঘটে যায় এক বিশেষ দৃশ্য। সেখানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে দেখামাত্রই হাসিমুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র।

এ সময় মেসির সঙ্গে ছিলেন তার আর্জেন্টিনা জাতীয় দল ও ক্লাবের সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ছিলেন তার ছেলে আব্রাহাম খান, অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত এবং পশ্চিমবঙ্গ সরকারের দমকলমন্ত্রী সুজিত বসু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতার বিমানবন্দরে অবতরণ করেন মেসি ও তার সফরসঙ্গীরা। বিমানবন্দরের এক নম্বর গেট দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যেই রাত ৩টা ২২ মিনিটে বের হন তিনি।

মেসির আগমনকে ঘিরে বিমানবন্দরের বাইরে আগে থেকেই ভিড় জমায় অসংখ্য ভক্ত। ভারত ও আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।

বিশ্ব ফুটবলের এই জীবন্ত কিংবদন্তিকে একনজর দেখতে ভক্তদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X