

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চোটে জর্জরিত দল নিয়েও ওয়েলিংটন টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ইতিহাস গড়ে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ শেষ করে টম লেথামের দল। সফরকারীরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে যাওয়ায় জয় পেতে নিউজিল্যান্ডের দরকার ছিল মাত্র ৫৬ রান। সেই লক্ষ্য ৭.১ ওভারেই তুলে নেয় তারা।
ম্যাচ জুড়েই আলো ছড়িয়েছেন জ্যাকব ডাফি। ওয়েলিংটনে ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন তিনি।
প্রথম ইনিংস মিলিয়ে তার শিকার ৬টি। টেস্ট ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই দ্বিতীয়বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন এই পেসার। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রথম টেস্টের লড়াকু ব্যাটিংয়ের ছিটেফোঁটাও দেখা যায়নি এবার।
দলীয় ৫০ রানে রান আউট হয়ে ফিরেন ওপেনার ব্র্যান্ডন কিং (২২)। হভেম হজের সঙ্গে তার ২৫ রানের জুটি-ই ছিল ইনিংসের সেরা। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু হজ (৩৫) ও জাস্টিন গ্রিভস (২৫)।
এক বোলার কম নিয়ে মাঠে নামা নিউজিল্যান্ড ডাফি এবং অভিষিক্ত মিচেল হেগের ধারাবাহিক আক্রমণে ৪৬.২ ওভারেই সফরকারীদের ইনিংস শেষ করে দেয়।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নিউজিল্যান্ড। অধিনায়ক টম লেথাম ৯ রান করে ফিরলেও কোনো চাপ তৈরি হতে দেয়নি বাকি দুই ব্যাটার। ডেভন কনওয়ে ২৮* ও কেন উইলিয়ামসন ১৬* রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। আগামী ১৮ ডিসেম্বর মাউন্ট মাঙ্গানুইতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
মন্তব্য করুন

