রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
ডাকসুর ভিপি সাদিক কায়েম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
expand
ডাকসুর ভিপি সাদিক কায়েম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই-জেনারেটেড একটি ভুয়া ছবিকে সত্য হিসেবে গ্রহণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীর সঙ্গেে আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা দায়িত্বজ্ঞানহীন ও অপতথ্যভিত্তিক বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

তিনি বলেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যেকোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।

আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে জনাব রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সাথে শুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহবান জানাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X