রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হামলার ঘটনায় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
শাহরিয়ার সরকার রিফাত
expand
শাহরিয়ার সরকার রিফাত

রাজধানীর তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার সরকার রিফাতকে আটক করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে রিফাতকে আটক করা হয়।

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যাদের শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তার রিফাত তাদের একজন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শাহরিয়ার সরকার রিফাতের বাড়ি নীলফামারী জেলায়। তিনি তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

সূত্র জানায়, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন এবং তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে সাকিবুল হাসান রানা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X